ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে: জাতিসংঘ

0
193

জাতিসংঘ বলেছে, ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু বিষয়টি নিয়ে আলোচনার সময় দ্রুত ফুরিয়ে আসছে ফুরিয়ে আসছে।

আন্তর্জাতিক সংস্থাটির প্রধান অ্যান্তনিও গুতেরেস মঙ্গলবার এ মন্তব্য করেন। খবর আনাদোলুর।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, দ্বি-রাষ্ট্র নীতির মাধ্যমে এ সমস্যা সমাধানের চেষ্টা থেকে আমরা শেষ মুহুর্তে ফিরে আসতে চাই না।

ফিলিস্তিনিদের মানবাধিকার বিষয়ে একটি সভা শেষে মঙ্গলবার এ কথা বলেন জাতিসংঘের মহাসচিব।

গুতেরেজ বলেন, দিন দিন পশ্চিম জেরুজালেমসহ ফিলিস্তিনের ইসরাইলঅধিকৃত এলাকাগুলোর পরিস্তিতি ভয়ানক হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ্যে এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়ছে।

একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে পর্যন্ত এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এটা খুব দ্রুত করতে হবে। নইলে সহিংশতা আরও ছড়িয়ে পড়বে।

ফিলিস্তিনিদের রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবাধিকার ফিরিয়ে দিতে জাতিসংঘ প্রতিম্রুতিবদ্ধ।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সব পক্ষকে দ্রুত আলোচনায় বসে সমস্যার সমাধানের তাগিদ দেন।

তিনি আরও বলেন, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠিত না হলে ইসরাইলেও শান্তি আসবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here