৬ মাসেই ধসে পড়েছে নবনির্মিত পাকা সড়ক

0
156

বরিশালের বাকেরগঞ্জে কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক মাত্র ৬ মাসেই খালে ধসে পড়েছে। এতে সেখানকার মাধ্যমিক বিদ্যালয়, বাজার ও মসজিদ ঝুঁকির মুখে রয়েছে।

উপজেলার রঙ্গশ্রী ইউপির শ্যামপুর-বিরঙ্গল ১ কিলোমিটারের এ পাকা সড়কটি এখন গলার কাঁটায় পরিণত হয়েছে। বাকেরগঞ্জের এমন হাফ ডজন পাকা সড়ক নামমাত্র সংস্কার করায় এখন বেহাল দশায় পরিণত হয়েছে।

ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের অনিয়মে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ টেকসই না হওয়ার অভিযোগ করেছেন জনপ্রতিনিধিরা। সাধারণ মানুষের মধ্যে এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে।

বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের সাধারণ মানুষের অভিযোগ, শ্যামপুর-বিরঙ্গল সড়ক ১ কিলোমিটার পাকা সড়কটি নির্মাণ হয় ৮ মাস আগে। কিন্তু ৬ মাস আগেই সড়কের একাংশ পার্শবর্তী খালে দেবে গেছে। এ কারণে শ্যামপুর বাজার, জামে মসজিদ, শামপুর মাধ্যমিক বিদ্যালয় ভাঙনের মুখে পড়ার উপক্রম দেখা দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান শামিম বলেন, খালের পাশে পাইলিং করে সড়কটি নির্মাণ করলে এমনটা হতো না। এখন যে কোনো সময় পার্শ্ববর্তী হাইস্কুল ক্ষতিগ্রস্থ হতে পারে। এজন্য ঠিকাদারের অবহেলা দায়ী।

একইভাবে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের কানকি ব্রিজ হতে মালেক কলেজ পর্যন্ত ৪ কিলোমিটার কার্পেটিং সড়ক দেড় বছরের মধ্যে ভেঙে গেছে। কোথাও পিস আবার কোথাও ঢালাই এর সড়কটি দিয়ে চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া বোয়ালিয়া গরুর হাটের পেছন দিয়ে ২ কিলোমিটার সড়ক দুই বছরের শেষে করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।

এদিকে বাকেরগঞ্জ পৌর এলাকার কয়েকটি সড়কেরও বেহাল দশা। পৌর এলাকার ডাকবাংলা থেকে উপজেলা নির্বাচন অফিস পর্যন্ত আধা কিলোমিটার রিপিয়ারিং করা হয়েছিল এক বছর আগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here