বলিউড অভিনেত্রী মৌনি রায় প্রশংসায় ভাসছেন। বলিউড-টালিউডে তার সহকর্মীরা তাকে শুভেচ্ছায় সিক্ত করছেন।
উপলক্ষ্য বিয়ে। বৃহস্পতিবার ব্যবসায়ী সুরজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মৌনি।
বলিউড লাইফের খবরে বলা হয়েছে— গোয়ার পাঁচতারকা হোটেলে বসেছিল তাদের বিয়ের আসর। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। যোগাযোগমাধ্যমে বিয়ের কিছু বিশেষ রঙিন মুহূর্তের ছবি পোস্ট করেছেন মৌনি। এতে দেখা গেল বিয়েতে চাঁদেরহাট বসেছিল। অনেক সেলিব্রিটি এতে উপস্থিত ছিলেন।
মৌনিকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন বলিউড নায়িকা আনুশকা শর্মা। ‘মৌরি ও সুরজ নামরিয়া তোমাদের অভিনন্দন। তোমাদের বন্ধুত্ব ও দাম্পত্য জীবন মধুর হোক। ভালোবাসা নিয়ে বেঁচে থেকো।’
মৌনি-সুরজকে আরও শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা রানাউত, রাজকুমার রাও, দিশা পারমার, শ্রদ্ধা আরিয়া, অরিজিত, অমিত, সোনাল চৌহান, অঙ্গদ বেদি, করণ জোহর।
ইনস্টাগ্রামে বলিউড সেনসেশন আলিয়া একটি মিষ্টি বার্তা দিয়েছেন মৌনি ও সুরজকে। ‘অভিনন্দন মৌনি। তোমাকে অনেক সুন্দর ও আনন্দিত দেখাচ্ছে!!! বিশ্বের সব ভালোবাসা তুমি ও তোমার জীবনসঙ্গীর জন্য!’
বৃহস্পতিবার বিয়ের ছবি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন মৌনি। লিখেছেন, ‘সবশেষে আমি তাকে পেয়েছি। দু’হাত এক হয়েছে। আমার বন্ধু ও পরিবারের আশীর্বাদে। আমরা এখন বিবাহিত।
বিয়ের অনুষ্ঠানে মৌনি সুরজ নেচেছেন। সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। মেহেন্দি হায় রেচনে ওয়ালি, হাতুন মেইন ঘেরি লালি’ গানের তালে তালে মৌনি সুরজের নাচ সবাইকে মুগ্ধ করেছে।


