পাঁচ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত

0
220

‘অনিবার্য কারণে’ ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচ ব্যাংকের ক্যাশ অফিসার পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকার্স সিলেকশন কমিটির ওই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচটি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে দশম গ্রেডের ১ হাজার ৪৩৯টি শূন্য পদে লোক নিয়োগ দেওয়ার কথা। সেজন্য আগামী ৪ ফেব্রুয়ারি সমন্বিত নিয়োগ পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছিল।

এর আগে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর ৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়া এই পাঁচটি ব্যাংকের ‘অফিসার (ক্যাশ)’ নিয়োগের এমসিকিউ পরীক্ষা বাতিল করে কেন্দ্রীয় ব্যাংক। পরে আবারো নতুনভাবে এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। সমন্বিত ওই নিয়োগ পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে বলে সিলেকশন কমিটির বুধবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।

এই পাঁচ ব্যাংক হল- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here