সময়ের মাল্লা
জীবনের নিগাদ কালো অন্ধমায়ায়
হারিয়ে যেওনা প্রিয়া,
সময়ের প্রতি সদা সজাগ বন্দনায়
যৌবনে ফুটাও ক্রিয়া।
সময়ের মাল্লা
বৃক্ষের শাখা-প্রশাখার অগ্নিরেখায়
জোয়ারে বাঁধে রিয়া,
কত কাল যুগ কেটে গেল খেলায়
আসেনি ঘরে মিয়া।
সময়ের মাল্লা
নিশান জ্বালিয়ে লক্ষ্যভেদে নিকায়
খবর নেই কোন ধিয়া,
জাগ্রত চেতনায় দলে দলে মাল্লায়
সুর তুলে বলো সিয়া।
সময়ের মাল্লা
আসবে যখন সত্যের জ্যোতি ধরায়
বিজয় মালা পরবে নিয়া।
বুঝবে তখন অবিনাশী প্রাণের তল্লায়
বক্ষ স্মারকে লেখা থিয়া।


