মাশরাফি ফিরলেন মাঠে ঢাকা ফিরল হারে

0
133

নাজমুল ইসলামের নাগিন-উদযাপন উধাও। এখন ‘পুষ্পা’ নিয়ে মেতে আছেন তিনি। মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে কাল ১৮ রানে চার উইকেট নিয়ে সিলেট সানরাইজার্সের বাঁ-হাতি লেগ-স্পিনার নাজমুল পুষ্পার নায়কের স্টাইল চারবার অনুকরণ করেন। ৪০২ দিন পর প্রথম মাঠে নামা মাশরাফি মুর্তজার ঢাকা অলআউট মাত্র ১০০ রানে। পরে ২১ রানে দুই উইকেট নিয়ে মাশরাফি বুঝতেই দেননি যে, বয়স বাড়ছে তার। মঙ্গলবার মিরপুরে বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেটের ওপেনার এনামুল হক বিজয়ের ৪৫ রানের ইনিংসের সহায়তায় ১৮ বল হাতে রেখে সাত উইকেটে জেতে সিলেট। দুই ম্যাচে এটি তাদের প্রথম জয়। চার ম্যাচে ঢাকার এটি তৃতীয় হার। আগেরদিন ঢাকা প্রথম জয় পেয়েছিল বরিশালের বিপক্ষে। ম্যাচ শেষে নাজমুল জানান, ‘পুষ্পা সিনেমার নায়ক চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, আমারও চ্যালেঞ্জ নেওয়া পছন্দের।’

২০২০ সালে জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর ঘরোয়া ক্রিকেটে এখনো বেঁচেবর্তে আছেন মাশরাফি। ওই বছর ১৮ ডিসেম্বর জেমকন খুলনার হয়ে বঙ্গবন্ধু টি ২০ কাপের ফাইনালে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। এরপর মাঠে নামলেন কাল। তার ফেরা ম্যাচে ফের হারল ঢাকা। মিরপুরে দিনের প্রথম ম্যাচে ১০০-র বেশি রান হলেই ভালো স্কোর মনে করা হয়। কিন্তু কাল ম্যাচ হারার পর ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, ‘উইকেট খুবই ভালো ছিল। এ নিয়ে অভিযোগ করার কিছু নেই।’

টস হেরে ব্যাট করতে নামা ঢাকার টপঅর্ডার এ দিনও ফ্লপ। জাতীয় দলের ওপেনার মোহাম্মদ নাঈম ৩০ বলে ১৫ রান করেন। তামিম ইকবাল পাঁচ বলে তিন রান। মাহমুদউল্লাহ ৩৩, শুভাগত ২১। ম্যাচসেরা নাজমুলের চারটি ছাড়া পেসার তাসকিন আহমেদ তিন এবং সোহাগ গাজী দুটি উইকেট নেন। একটি উইকেট পান সিলেট অধিনায়ক মোসাদ্দেক।

লেন্ডল সিমন্স ও এনামুল হক বিজয়ের সহজ ক্যাচ মিস করে ঢাকা। সিমন্সকে ফিরিয়ে মাশরাফি দলকে প্রথম উইকেট এনে দেন। ক্যাচ মিসের পর মোহাম্মদ মিঠুনকে ফেরান হাসান মুরাদ। জয় থেকে এক রান দূরে থাকতে আউট হন এনামুল। ছক্কা মেরে দলের জয়ের সঙ্গে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করতে চেয়েছিলেন এনামুল (৪৫ বলে ৪৫)। সেটি হয়নি।

সংক্ষিপ্ত স্কোর

মিনিস্টার গ্রুপ ঢাকা ১০০/১০, ১৮.৪ ওভারে (মোহাম্মদ নাঈম ১৫, মাহমুদউল্লাহ ৩৩, শুভাগত হোম ২১, রুবেল হোসেন ১২। তাসকিন আহমেদ ৩/২২, সোহাগ গাজী ২/১৭ নাজমুল ইসলাম ৪/১৮)।

সিলেট সানরাইজার্স ১০১/৩, ১৭ ওভারে (লেন্ডল সিমন্স ১৬, এনামুল হক ৪৫, মোহাম্মদ মিঠুন ১৭, কলিন ইনগ্রাম ২১*। মাশরাফি মুর্তজা ২/২১)।

ফল : সিলেট সানরাইজার্স

৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : নাজমুল ইসলাম (সিলেট)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here