কোম্পানির গাড়িতে চড়ে বাড়ি ফেরা হলো না ২ গার্মেন্ট কর্মীর

0
192

মিল ছুটি হওয়ার পর কোম্পানির গাড়িতে চড়ে আর বাড়ি ফেরা হলো না দুই গার্মেন্ট কর্মীর। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তারা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, কোম্পানির গাড়িতে চেপে গার্মেন্ট কর্মীরা তাদের বাড়ি ফিরছিলেন। ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই ২ নারী গার্মেন্ট কর্মী নিহত হন। এ ঘটনায় অন্তত ১১জন নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬জনের অবস্থা আশংকাজানক। তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আনিসুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন – উপজেলা শ্রনীনিবাসদী গ্রামের হাজেরা (৩০) ও খাসেরকান্দি গ্রামের নাসিমা (২০)। তারা দুজনই উজান গোপিন্দী স্পিনিং মিলের শ্রমিক। আহতদের বেশিরভাগের বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here