দিনাজপুরের হিলিতে বেড়েছে শীতের তীব্রতা। ঘন মেঘে ঢাকা আকাশ। সকাল পর্যন্ত মেলেনি সূর্যের দেখা; সেই সঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া।
সোমবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
জানা যায়, শীত বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে শহর ও গ্রামীণ জনপদে। বিশেষ করে এসব এলাকার শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। প্রতিদিন হাসপাতালগুলোতে শীতজনিত রোগে ভোগা মানুষের ভিড় বাড়ছে। শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সোমবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ (দেশের ২য় সর্বনিম্ন) ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫-৭ কিলোমিটার, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি বাড়তে পারে।


