স্বীকৃতি পেতে তালেবানকে নীতি পরিবর্তন করতে বললেন ব্লিনকেন

0
212

আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চাইলে তালেবানকে নীতি পরিবর্তন করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বলেন, স্বীকৃতি পেতে হলে আফগানিস্তানের নতুন শাসকদের মানবাধিকার সমুন্নত রাখতে হবে, চলা ফেরার স্বাধীনতা দিতে হবে, প্রতিহিংসা বন্ধ করতে এবং সন্ত্রাস প্রতিরোধ করতে হবে।

রোববার এক মিডিয়া ব্রিফিংয়ে ব্লিনকেন এসব কথা বলার পাশাপাশি আফগানিস্তানের ভঙ্গুর অর্থনীতিতে নগদ অর্থ সরবরাহেরও প্রতিশ্রুতি দেন।

পাকিস্তানের গণমাধ্যম ডন ব্লিনকেনের উদ্ধৃতি দিয়ে বলেছে, আফগানিস্তানের ট্রাস্ট ফান্ডে যুক্তরাষ্ট্র ২৮০ মিলিয়ন ডলার দিতে যাচ্ছে।

গত ১৫ আগস্ট পশ্চিমা–সমর্থিত সরকারকে সরিয়ে তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতা দখল করে।

তালেবান ক্ষমতা দখল করার পর আমেরিকান ব্যাংকগুলোতে থাকা প্রায় ৯৫০ কোটি ডলার মূল্যের আফগান রিজার্ভ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। বছরের পর বছর ধরে খরা ও সংঘাতের কারণে জর্জরিত আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের এসব নিষেধাজ্ঞা সংকটকে তীব্র করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here