স্ত্রী হত্যা: বাবুলের মামলাতেই বাবুলকে গ্রেফতার চায় পিবিআই

0
213

স্ত্রী মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের নিজের দায়ের করা মামলায়ই তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে বাবুলকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।আদালত আগামী ৯ জানুয়ারি বাবুলের উপস্থিতিতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করে দিয়েছেন।

তদন্ত কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘স্ত্রী হত্যার সঙ্গে মামলার বাদী বাবুল আক্তারের সম্পৃক্ততার তথ্যপ্রমাণ ইতোমধ্যে পেয়েছি।তাই ওই মামলায় তাকে (বাবুল আক্তার) গ্রেফতার দেখাতে আবেদন করেছি।’

এদিকে মিতু হত্যার ঘটনায় তার বাবার করা এক মামলায় গ্রেফতার হয়ে বাবুল আক্তার এখন কারাবন্দি আছেন।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে।

পদোন্নতি পেয়ে পুলিশ সদরদপ্তরে যোগ দিতে ওই সময় ঢাকায় ছিলেন বাবুল। তার ঠিক আগেই চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশে ছিলেন তিনি।

হত্যাকাণ্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়, যার বাদী ছিলেন বাবুল আক্তার নিজেই।

ওই মামলার চূড়ান্ত প্রতিবেদন গত বছরের ১২ মে আদালতে দেন তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ চাকমা।বাবুলের করা হত্যা মামলার তদন্ত করতে গিয়ে খোদ বাবুল আক্তারের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা ওই তদন্তে প্রতিবেদনে জানায় পিবিআই।এর ভিত্তিতেই বাবুলকে আসামি করে নতুন একটি হত্যা মামলা দায়ের করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here