যে কারণে সহঅধিনায়ক করা হলো বুমরাহকে

0
204

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা।

এ সিরিজের নেতৃত্বের ভার পড়েছে লোকেশ রাহুলের কাঁধে।

রাহুলের অধিনায়কত্ব নিয়ে চমক ছিল না ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে।

তবে পেসার জাসপ্রিত বুমরাহকে দলের সহঅধিনায়ক করায় অনেকেই ভ্রু কুঁচকেছেন। বিষয়টি নিয়ে আপত্তিও তুলেছেন কেউ কেউ।

ভারতীয় বিশ্লেষকদের একাংশের মতে, ঋষভ পন্ত কিংবা শ্রেয়াস আইয়ারকে সহঅধিনায়ক করা উচিত ছিল। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা তাদের রয়েছে।

২০১৬ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলা পেসার বুমরাহ এ পদের জন্য কতটুকু যোগ্য?

সেই প্রশ্নে বুমরাহকে যোগ্য মনে করেন ভারতীয় বোর্ডের সাবেক নির্বাচক এমএসকে প্রসাদ।

বুমরাহের সহ-অধিনায়ক হওয়ার সিদ্ধান্তকে সমর্থন করছেন তিনি।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসাদ বলেন, ‘জাসপ্রিত বিচারবুদ্ধি সম্পন্ন একজন তরুণ ক্রিকেটার। একজন পেসার সব ফরম্যাটে ভালো করলে তাকে সহঅধিনায়ক করলে সমস্যা কোথায়? তাছাড়া কোনো খেলোয়াড়কে সুযোগ দেওয়া না হলে সে তার যোগ্যতা জানাতে পারে না। ’

ঋষভ ও শ্রেয়াসকে সহঅধিনায়ক না করার যুক্তি হিসেবে প্রসাদ বলেন, ‘আমার ওদের (সহ-অধিনায়ক) হিসেবে নির্বাচন কারণ হল আইয়ার সদ্য চোট সারিয়ে ফিরেছে। আর ঋষভের সাদা বলের ক্রিকেটে আরও বেশি পরিমাণে ধারাবাহিকতা দেখানোর প্রয়োজন। আমার মনে হয় যেহেতু অন্তত ২০২৩ অবধি রোহিত অধিনায়ক থাকবেন এবং রাহুল তার সহকারী, পন্ত বা আইয়ারকে এই সময়ের মধ্যে সহঅধিনায়কত্ব দেওয়ার অর্থ হল ওরা যে লিডারশিপ গ্রুপের অংশ, তার পূর্বাভাস দেওয়া, যেটা হয়তো সত্যি নয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here