টেকনাফে অস্ত্রসহ যুবক আটক

0
237

কক্সবাজারে টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃত যুবকের নাম মোহাম্মদ শামীম (১৯)।

শনিবার রাতে হোয়াইক্যং ইউনিয়ানের জিমংখালী জামে মসজিদ গেইটেরের সামনে টেকনাফ টু কক্সবাজার পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মোহাম্মদ শামীম হোয়াইক্যং ইউনিয়ানের নয়াবাজার এলাকার নুর হোসেনের ছেলে।

রোববার দিবাগত রাতে গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া কর্মকর্তা আবু সালাম চৌধুরী।

র‌্যাব জানায়, রাতে মোটরসাইকেল যোগে শামীম নামের এক যুবক অস্ত্র বহন করছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ সিপিসি-১ কোম্পানি কামান্ডার লে. মাহাবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক দল র‌্যাবের সদস্য জিমংখালী মসজিদের সামনে অবস্থান করে। যুবক শাশীম র‌্যাবের অবস্থান বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে তল্লাশি করলে তার কাছ থেকে একটি অস্ত্র পাওয়া যায়।

আটক যুবককে আইনি প্রক্রিয়া শেষ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here