কোভিড ১৯-এর কারণে সারা বিশ্বে নারীর এগিয়ে যাওয়ার পথ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। কোভিডের বাধা পেরিয়েও তারা নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতার বার্তা এনেছেন। বছরজুড়ে সারা দেশে বাল্যবিয়ের হার বেড়েছে। বেড়েছে নারী, কিশোরী ও শিশু নির্যাতন, যৌন সহিংসতা, হত্যার সংখ্যাও। পথে-ঘাটে, গণপরিবহণে, শিক্ষা প্রতিষ্ঠানে বা সাইবারে, পরিবারে নানা বয়সি নারী এ ধরনের সহিংসতার শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যমতে, ২০২১ সালের নভেম্বরে ৩২৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ৭৫ জন। তার মধ্যে ৪০ জন কন্যাশিশু ধর্ষণের শিকার, ২ জন কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়া ৮ জন কন্যাশিশুসহ ১১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ১১ জন কন্যাশিশুসহ ১৩ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। ২ জন কন্যাশিশুসহ ৩ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। ১৬ কন্যাশিশুসহ ২০ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১১ জন। তার মধ্যে ২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৩ কন্যাশিশুসহ মোট ১০ জন। বিভিন্ন কারণে ৮ কন্যাশিশুসহ ৩৯ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ৩ কন্যাশিশুসহ ১৩ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ১৩ কন্যাশিশুসহ ৩৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৩ কন্যাশিশুসহ ৯ জন আত্মহত্যা করেছে। ২ জন কন্যাশিশু সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিয়ে সংক্রান্ত ঘটনা ঘটেছে ৮০টি। তার মধ্যে বাল্যবিয়ে প্রতিরোধ করা হয়েছে ৬টি।
গ্রন্থনা : রীতা ভৌমিক, আবুল বাশার ফিরোজ ও শিল্পী নাগ
সফল যারা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্বদান এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের ৮০টি দেশের সদস্যভুক্ত সংগঠন ‘ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’ তথ্যপ্রযুক্তির অলিম্পিকখ্যাত ‘উইটসা ২০২১’ পুরস্কার প্রদান করে।
মেরিনা তাবাসসুম
বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম ১৬ নভেম্বর জিতে নেন যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ স্বর্ণপদক-২০২১। তার কাজের মূল্যায়ন ও স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পান।
ড. ফেরদৌসী কাদরী
বাংলাদেশের বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী এশিয়ার নোবেল হিসাবে খ্যাত ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন।
তিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী। কলেরার টিকা নিয়ে গবেষণা ও সাশ্রয়ী দামে টিকা সহজলভ্য করে লাখো প্রাণ রক্ষায় কাজ করেছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাবিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন তিনি। র্যামন ম্যাগসেসে পুরস্কার কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘লাখো মানুষের উপকারে টিকার উন্নয়নে তার নিবেদিত ভূমিকার জন্য’ এ পুরস্কার দেওয়া হলো।
দেশে প্রথম যারা
দেওয়ান তাহমিনা হক
দেলদুয়ার উপজেলার দেওলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক। এর আগে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। ওই পদ থেকে পদত্যাগ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন।
রোজী হক
নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের নড়াগাতি থানার ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রোজী হক। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মাউলী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীকে জয়ী হন।
নজরুল ইসলাম ঋতু
তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নের বাসিন্দা। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘আনারস’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। ভোট পেয়েছেন ৯ হাজার ৫৫৭টি।
মারিয়া হাসান
বরিশালে প্রথম নারী সিভিল সার্জন ডা. মারিয়া হাসান। বরগুনাতেও তিনি প্রথম নারী সিভিল সার্জন হিসাবে দায়িত্ব পালন করেন।
জয়নাব বিন্তে হোসেন শান্তু
জয়নাব বিন্তে হোসেন শান্তু বাংলাদেশি প্রথম নারী পর্বতারোহী। যিনি ‘লবুচে’ ৬ হাজার ১১৯ মিটার পর্বত জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন। ১ নভেম্বর, সোমবার সকাল ৯টা ৫০ মিনিট। নেপালের ‘লবুচে’ ৬ হাজার ১১৯ মিটার পর্বতে ওঠেন। সেখানে দেশের লাল সবুজ পতাকা উড়ান।
বিদেশে প্রথম যারা
কমলা দেবী হ্যারিস
২০০ বছরের মার্কিন ইতিহাসের প্রথম নারী (ভাইস প্রেসিডেন্ট) উপরাষ্ট্রপতি হয়ে আগেই সৃষ্টি করেছিলেন ইতিহাস। এবার গড়লেন অনন্য উদাহরণ। তিনি এবার হলেন মার্কিন ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট। যদিও ক্ষমতার সময়সীমা ছিল মাত্র ৮৫ মিনিট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে কোলোনোস্কপি পরীক্ষা করা হয়। ঠিক ওই সময়ের জন্য মার্কিন প্রেসিডেনশিয়াল ক্ষমতা দেওয়া হয় ৫৭ বছর বয়সি কমলাকে। বাইডেনের কোলোনোস্কপির সময় তাকে অবচেতন করা হয়। ওই সময়টুকুর জন্য তিনি রাষ্ট্রীয় ক্ষমতা কমলার কাছে হস্তান্তর করেন।
নাজলা বাউদেন রমধান
তিউনিশিয়ায় প্রথম নারী প্রধানমন্ত্রী নাজলা বাউদেন রমধান। তার মাধ্যমে আরব রাজনীতিতে নারীর ক্ষমতায়নের যাত্রা শুরু হয়েছে। এ বিষয়ে প্রেসিডেন্ট কাইস সইদ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি ও রমধান একযোগে দেশের উন্নয়নে কাজ করবেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘তিউনিশিয়ার ইতিহাসে এই প্রথম মন্ত্রিসভার নেতৃত্বে রয়েছেন কোনো নারী।
প্রীতি প্যাটেল
ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল। একজন ব্রিটিশ রাজনীতিবিদ হিসাবে প্রীতি প্যাটেল বিশ্বে সুপরিচিত। তিনি দেশকে নিরাপদ ও নাগরিকদের সুরক্ষিত রাখতে এবং অপরাধের বিরুদ্ধে লড়াই করতে ক্ষমতার সদ্ব্যবহার করবেন।
মারিয়া অ্যাঞ্জেলিতা রেসা
ফিলিপাইনের নাগরিক হিসাবে ২০২১ সালের নোবেল শান্তির খেতাব জয় করেছেন মারিয়া অ্যাঞ্জেলিতা রেসা। মারিয়া অবশ্য দিমিত্রি মুরাতভের সঙ্গে যৌথভাবে ২০২১ সালের নোবেল শান্তির খেতাব জয় করেছেন। সরকারের নিপীড়নের বিরুদ্ধে সাংবাদিক মারিয়া রেসা লড়াই করেই ২০২১ সালে শান্তিতে নোবেল ছিনিয়ে এনেছেন।
শাহানা হানিফ ও সোমা সাঈদ
২ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েন বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাটিক পার্টির শাহানা হানিফ ও সোমা সাঈদ।
শাহানা হানিফ প্রথম মুসলিম নারী কাউন্সিল ওমেন নির্বাচিত হয়েছেন। তিনি ব্রুকলিন নির্বাচনী এলাকা ডিস্ট্রিক্ট-৩৯ থেকে ২৮ হাজার ২৫২ ভোট পেয়েছেন।
কুইন্স সিভিল কোর্টের বিচারক হিসাবে বিজয়ী হয়েছেন অ্যাটর্নি সোমা সাঈদ। তিনি দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মুসলিম নারী বিচারক।
খেলাধুলা
মেয়েদের অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবলে মাগুরা চ্যাম্পিয়ন
জেএফএ কাপ ওয়ালটন অনূর্ধ্ব-১৪ মেয়েদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে মাগুরা। ৪৪ মিনিটে ঈশিতা এবং ৭০ মিনিটে রিমা গোল করে ফাইনালে স্বাগতিক রাজশাহীকে ২-০ গোলে হারিয়ে এ জয় ছিনিয়ে নেয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মাগুরার অর্পিতা। সর্বোচ্চ গোলদাতা রিমা (৭ গোল)। দামি খেলোয়াড় গোলকিপার মিলি। আর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন জয়ন্তী।
শিরিন আক্তার
এ বছরও মাঠ কাঁপিয়েছেন শিরিন আক্তার। দ্রুততম মানবীর তকমাটা ধরে রেখেছেন। ৪৪তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্ট জিতে দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ১০০ মিটার এবং ২০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন। তিনি সময় নিয়েছেন ২৪.২০ সেকেন্ড।
সালমা আক্তার মনি
ফিফা প্রথম নারী সহকারী রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সালমা আক্তার মনি। এর মেয়াদকাল ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। কোভিড ১৯-এর কারণে দায়িত্ব পেয়েও দেশের বাইরে সাফ, ফিফা, এএফসি কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত না হওয়ায় অংশ নিতে পারেননি। শুধু মহিলা লীগ এবং জেএসএ কাপ অনূর্ধ্ব-১৪ প্রতিযোগিতায় দায়িত্ব পালন করছেন।
বিশ্বকাপে নারী ক্রিকেট দল
প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেয়ে বাংলাদেশের নারী ক্রিকেটাররা দেশের সম্মান বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন।
মাকসুদা আক্তার মৌ
অ্যামেচার অলিম্পিয়া ইন্ডিয়াতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের প্রথম নারী বডিবিল্ডার মাকসুদা আক্তার মৌ। এপ্রিলে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে স্বর্ণপদক জিতেছেন এই শরীর গঠনবিদ।
খেলাধুলা: টোকিও অলিম্পিক
হিদিলিন দিয়াজ
টোকিও অলিম্পিকে ভারোত্তোলনে ফিলিপাইনের হিদিলিন দিয়াজ স্বর্ণ জয় করেন।
কেটি লেডেকি
টোকিও অলিম্পিকে মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে স্বর্ণ জিতেন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি। তিনি সময় নেন ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড। এ নিয়ে এ বছরে অলিম্পিকে তার স্বর্ণপদকের সংখ্যা দাঁড়ায় ষষ্ঠ।
মমজি নিশিয়া
টোকিও অলিম্পিকে ১৩ বছর ৩৩০ দিন বয়সি জাপানের মমিজি নিশিয়া স্কেটবোর্ডিংয়ের উদ্বোধনীতে স্বর্ণপদক জিতেছেন। তিনি জাপানের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম সোনা জয়ী অ্যাথলিটর চ্যাম্পিয়ন।
বাহামার শাওনে মিলার উইবো
মেয়েদের ৪০০ মিটার স্বর্ণ জিতেছেন ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দ্বীপের বাহামার শাওনে মিলার উইবো।
অ্যালেইন থম্পসন হেরা
টানা দ্বিতীয়বার মেয়েদের অলিম্পিক স্প্রিন্টের ডাবল জিতেছেন জ্যামাইকার অ্যালেইন থম্পসন হেরা। ১০০ মিটার স্প্রিন্টে সোনা জয়ের পর জিতেছেন ২০০ মিটার স্প্রিন্টের সোনা। আর ট্রাকে সময় নিয়েছেন ২১.৫৩ সেকেন্ড।
কেলি ম্যাককিওন
টোকিও অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের স্বর্ণ জয় করেছেন সাঁতারু কেলি ম্যাককিওন। ৫৭.৪৭ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়েছেন ২০ বছর বয়সি ম্যাককিওন। জুন মাসে অ্যাডিলেডে এ ইভেন্টে ৫৭.৪৫ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি।
ইয়াং কিয়ান
চীনের শুটার ইয়াং কিয়ান মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রথম স্বর্ণপদক জিতেন। তিনি সর্বোচ্চ স্কোর ২৫১.৮ করে রেকর্ড গড়েন।
ইউই ওহাশি
অলিম্পিকে স্বাগতিক জাপানকে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডেলেতে সাঁতারে প্রথম স্বর্ণপদক এনে দেন ইউই ওহাশি।
বিদেশে প্রথম যারা
টেইলর সুইফট
অনবদ্য রেকর্ড গড়ে ষষ্ঠবারের মতো ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ হয়েছেন টেইলর সুইফট। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ হয়ে নতুন করে আলোচনায় আসেন টেইলর সুইফট। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত আসরে দুটি ট্রফি জিতেছেন তিনি। ভক্তদের ভোটের ভিত্তিতে চূড়ান্ত বিজয়ীকে নির্বাচিত করা হয়।


