বিজয় দিবস ফুটসালে চ্যাম্পিয়ন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন

0
280

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্ট ক্লাব লিমিটেড’ এর আয়োজনে ফুটসাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ।

শুক্রবার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান এমপি ও বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম চৌধুরী (নাদেল)।

ঢাকার খিলক্ষেতে অনুষ্ঠিত ইনডোরে এ ফুটসাল টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৬ টি বিভাগ অংশ নেয়।

টুর্নামেন্ট উদ্বোধন করেন গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর আলমগীর হোসেন।

সাস্ট ক্লাবের সহ-সভাপতি ও উপ-সচিব আজিজুল ইসলাম শামীমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন ক্লাবের সভাপতি মো.জাকির হসেন এবং বিশেষ অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন জয়নাল হোসেন মিলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here