বুয়েটে প্রথমবারের মতো স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বুয়েট শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করে বুয়েট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সোসাইটি (বিএমইএস)।
কর্মশালা পরিচালনা করেন, বাংলাদেশ ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জেনেরাল সেক্রেটারি ড. মাসুমুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্তন ক্যান্সার থেকে আরোগ্য লাভ করা বুয়েটের সাবেক ছাত্রী নবনিতা ইসলাম।
সেমিনারে বক্তারা বলেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী নারীদের মধ্যে স্তন ক্যান্সার অন্যতম। রক্ষণশীল পরিবারের নারীরা সাধারণত জড়তা থেকেই রোগ সম্পর্কে কাউকে কিছু জানাতে চান না। অথচ প্রাথমিকভাবে ক্যান্সার শনাক্ত করা গেলে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে স্তন ক্যান্সার থেকে সুস্থ হওয়া সম্ভব।
কর্মসূচিতে ড. মাসুমুল হক ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, স্ক্রিনিং এর উপায়, স্বাস্থ্যকর জীবনযাত্রা সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন।
স্তন ক্যান্সার থেকে আরোগ্য লাভ করা নবনিতা ইসলাম পিএইচডিরত অবস্থায় ক্যান্সার ধরা পরার পর চিকিৎসা থেকে শুরু করে শারিরীক ও মানসিকভাবে ক্যান্সার মোকাবেলা করার অনুপ্রেরণার গল্প বলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


