আখাউড়া স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

0
324

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে মঙ্গলবার থেকে ভারত-বাংলাদেশের মধ্যে টানা পাঁচ দিন পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

অপরদিকে পূজা উপলক্ষ্যে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সফিকুল ইসলাম যুগান্তরকে জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মঙ্গলবার থেকে ১৬ অক্টোবর শনিবার পর্যন্ত এ পাঁচ দিন আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে বলে স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।

দুই দেশের বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ যুগান্তরকে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here