নির্বাচন বর্জন করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ‘গণতন্ত্রকামী ভোটারদের’ উদ্দেশে বিএনপির এই নেতা বলেছেন, ‘রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে যারা আপনাকে গত ১৫ বছর অধিকারবঞ্চিত করে রেখেছে, তাদের অন্তত ৭ জানুয়ারি এক দিন বয়কট (বর্জন) করুন।’ আজ শনিবার সন্ধ্যায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ভোটারদের আগামীকাল ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থেকে সারা দিন পরিবারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘আপনি, আপনার পরিবার, স্বজন-বন্ধুবান্ধব-পরিচিতজন ও প্রতিবেশীদের ভোটের নামে “বানর খেলার আসর” বর্জন এবং ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করুন।’
গতকাল শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনাকে ‘নৃশংসতম, বর্বরোচিত ও ন্যক্কারজনক’ বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, ‘এ ঘটনার পরই আমি বিএনপির পক্ষ থেকে এ ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছি। প্রকৃত দোষীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি। ইতিমধ্যে রেলওয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।’ তিনি বলেন, মহানগর ডিবি পুলিশের প্রধান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এ ঘটনায় নাকি বিএনপি নেতাদের সংশ্লিষ্টতা পেয়েছে ডিবি! অন্যদিকে আওয়ামী লীগ নেতারা এ ঘটনায় বিএনপিকে দুষছেন। কী হাস্যকর বয়ান!
প্রতিটি নাশকতার ঘটনার পর বিএনপির ওপর দোষ চাপানো আওয়ামী লীগ ও তাদের দলীয় পুলিশ প্রশাসনের মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, আগুন দিয়ে গাড়ি পোড়ানো, ট্রেনে আগুন, রেললাইন উপড়ানো, সহিংসতা, গানপাউডার ও লগি-বইঠা দিয়ে মানুষ হত্যার মূল হোতা আওয়ামী লীগ।


