মেসির সঙ্গে আঠার মতো লেগে থাকা এই দেহরক্ষী কে

0
166

লিওনেল মেসির ‘বডিগার্ড’—কথাটা শুনলে সবার আগে মনে পড়ে রদ্রিগো দি পলকে। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির ‘দেহরক্ষী’ হিসেবে সমর্থকদের মধ্যে ভালোই নাম ছড়িয়েছেন দি পল। মেসি মাঠে ফাউলের শিকার হলে কিংবা প্রতিপক্ষের কারও সঙ্গে লেগে গেলে তাঁকে সাহায্য করতে দি পল ছুটে আসেন সবার আগে। প্রয়োজনে মেসির হয়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে বাদানুবাদেও পিছপা হন না!

কিন্তু মেসির ক্লাব ইন্টার মায়ামিতে তো দি পল নেই। সেখানে মাঠে মেসির ‘দেহরক্ষী’র ভূমিকায় হোসেফ মার্তিনেজ। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির জন্য মাঝমাঠে দি পলের যে ভূমিকা, মায়ামিতে সেটাই পালন করছেন মার্তিনেজ। অনুশীলন থেকে প্রায় সব জায়গায় মেসির সঙ্গে আঠার মতো লেগে থাকেন মায়ামির এই ফুটবলার।

তবে মাঠের বাইরেও কিন্তু মেসির একজন দেহরক্ষী আছেন। একদম পেশাদার দেহরক্ষী বলতে যা বোঝায় তাই। মেসিকে উটকো ঝামেলা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা করতে তাঁর জন্য এই দেহরক্ষীকে নিয়োগ দিয়েছেন মায়ামির সহমালিক ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহাম। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির এই দেহরক্ষীকে নিয়ে বেশ আলোচনাও হচ্ছে। কেন? কয়েকটি ছোট ছোট ঘটনাই তার কারণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here