আগামী ২৯ জানুয়ারি আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সমাবেশে নাটোর জেলার নেতা–কর্মীদের যাতায়াতের সুবিধার্থে চলাচল করবে বিশেষ একটি ট্রেন। ট্রেনটি দুপুর ১টায় নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশন থেকে ছেড়ে নলডাঙ্গা, বাসুদেবপুর, নাটোর এবং ইয়াছিনপুরে পাঁচটি স্টেশনে থামবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ট্রেনটিতে চেপে অন্তত ১০ হাজার নেতা–কর্মী রাজশাহী যাবেন বলে জানিয়েছেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক।
শনিবার (২১ জানুয়ারি) বিকেলে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধিসভায় এ কথা বলেন তিনি। ইতোমধ্যে বিশেষ এই ট্রেনের জন্য রেলপথ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি।
জুনাইদ আহমেদ পলক বিশেষ এই ট্রেন সম্পর্কে বলেন, ‘ট্রেনটি দুপুর ১টায় নাটোরের মাধনগর থেকে ছেড়ে নলডাঙ্গা, বাসুদেবপুর, নাটোর এবং ইয়াছিনপুরে পাঁচটি স্টেশনে থামবে। যাতে প্রায় ৮ থেকে ১০ হাজার নেতা–কর্মী বহন করতে পারবে। এর বাইরে আরও প্রায় ৩০ হাজার নেতা–কর্মী বাস এবং ট্রাকযোগে অনুষ্ঠানে যোগ দেবে।’
দলীয় অনুষ্ঠানে ট্রেন ব্যবহার করা নিয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এতে অসুবিধা দেখছি না। একটি বিশেষ ট্রেন রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে বরাদ্দ নেওয়া হয়েছে। যাত্রী বহনের বিনিময়ে নির্ধারিত ভাড়া দেওয়া হবে। আশা করি, নিয়মিত ট্রেন চলাচলে বিঘ্ন হবে না।’


