মুক্তি পাচ্ছে মুন্না-নিপুণের ‘ভাগ্য’

0
123
মুক্তি পাচ্ছে মুন্না-নিপুণের ‘ভাগ্য’

মাহবুবুর রহমান পরিচালিত ‘ভাগ্য’ ছবিতে অভিনয় করেছেন নায়ক মুন্না ও চিত্রনায়িকা নিপুণ। এর আগে মুন্না ‘ধূসর কুয়াশা’ নামে একটি ছবি করেন, সেখানেও নায়িকা ছিলেন নিপুণ। উত্তম আকাশের পরিচালনায় ওই ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়। এটি তাদের জুটির দ্বিতীয় ছবি। এছাড়া মুন্না অভিনীত ও দ্বিতীয় ছবি । ছবিটি আসছে ৩ ফেব্রæয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন মুন্না।

মুন্না বলেন, ভালোভাবে ছবির কাজটি করার চেষ্টা করেছি। তাছাড়া নিপুণের সাথে আগে কাজ করার কারনে রসায়নটা ভালো হয়েছে। আসছে ৩ ফেব্রæয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবির গল্প মৌলিক। আশা করছি, সব শ্রেণির দর্শকদের পছন্দের ছবি হবে এটি।

নিপুণ বলেন, অনেকদিন পর মুন্নার সাথে নতুন আরেকটি ছবি মুক্তি পাচ্ছে। তার সঙ্গে পূর্বে কাজের অভিজ্ঞতা ভালো তাই এই কাজটি আমাদের সুন্দর হয়েছে। তাই বলবো ছবিটি দর্শকরা দেখুক এটাই চাওয়া।

অজানাকে জানা ও দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্য’। হিসাম মাল্টিমিডিয়া প্রোডাকশনের ব্যানারে ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন , মাসুম আজিজ, জেসমিন, সাংকু পাঞ্জা, গাংগুয়া, সাবিহা জামান, গুলশান আরা প্রমুখ। কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্য করেছেন মোঃ মাহবুবুর রশিদ ও সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস।

এ ছবির গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, স্মরণ , দিনাত জাহান মুন্নী, কাজী শুভ, সুস্মিতা সাহা। সংগীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার।

 

বিজনেস বাংলাদেশ/বিএইচ

 

The post মুক্তি পাচ্ছে মুন্না-নিপুণের ‘ভাগ্য’ appeared first on বিজনেস বাংলাদেশ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here