তাহলে মেসিও যাবেন সৌদি আরবে?

0
317

মেসির আল হিলালে খেলার সম্ভাবনার খবর প্রকাশ করেছে ইতালির একটি দৈনিক। কালসিওমার্কাতো নামের সংবাদমাধ্যমটি জানিয়েছে, মেসির সঙ্গে আল হিলালের চূড়ান্ত আলাপ হয়ে গেছে। অদূর ভবিষ্যতে চুক্তি সম্পন্ন করে সৌদিতে খেলতে যাবেন তিনি। আর সেটি হবে ইতিহাসের সর্বোচ্চ অর্থের বিনিময়ে।

মেসির আল হিলালে খেলার গুঞ্জন ডালপালা ছড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবির কারণে। যেখানে দেখা যাচ্ছে, একটি দোকানে মেসির নাম লেখা আল হিলালের নীল জার্সি সাজিয়ে রাখা হয়েছে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিটির ক্যাপশনে লেখা, আল হিলালের নিজস্ব দোকানে বিক্রি হচ্ছে মেসির ‘নাম্বার টেন’ জার্সি।

এ দিকে কুয়েতের সাবেক তথ্যমন্ত্রী ড. সাদ বিন তাফেলা আল আজমিকে উদ্ধৃত করে দুবাইভিত্তিক গালফনিউজ লিখেছে, আল নাসরের প্রতিদ্বন্দ্বী হিসেবে বড় চমক দেখানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে আল হিলাল, ‘মেসির সঙ্গে চুক্তি করে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের মনোযোগ আকর্ষণ করতে চায় সৌদি লিগ।’
পিএসজিতে মেসি পেয়েছেন গার্ড অব অনার

পিএসজিতে মেসি পেয়েছেন গার্ড অব অনার
ছবি: টুইটার

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here