মেসির আল হিলালে খেলার সম্ভাবনার খবর প্রকাশ করেছে ইতালির একটি দৈনিক। কালসিওমার্কাতো নামের সংবাদমাধ্যমটি জানিয়েছে, মেসির সঙ্গে আল হিলালের চূড়ান্ত আলাপ হয়ে গেছে। অদূর ভবিষ্যতে চুক্তি সম্পন্ন করে সৌদিতে খেলতে যাবেন তিনি। আর সেটি হবে ইতিহাসের সর্বোচ্চ অর্থের বিনিময়ে।
মেসির আল হিলালে খেলার গুঞ্জন ডালপালা ছড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবির কারণে। যেখানে দেখা যাচ্ছে, একটি দোকানে মেসির নাম লেখা আল হিলালের নীল জার্সি সাজিয়ে রাখা হয়েছে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিটির ক্যাপশনে লেখা, আল হিলালের নিজস্ব দোকানে বিক্রি হচ্ছে মেসির ‘নাম্বার টেন’ জার্সি।


