মৌলভীবাজারের রাজনগরে ইয়াবাসহ জাকির মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৪২টি ইয়াবা জব্দ করা হয়। রোববার (৪ ডিসেম্বর) রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার উপপরিদর্শক উবায়েদ আহমদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের খুসকিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জাকির মিয়া খুসকিপুর গ্রামের মৃত আকবর মিয়ার ছেলে ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জানান, আটককৃত জাকির মিয়া এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


