এবারের লা লিগার শুরুটা দারুণ হয়েও হুট করেই ছন্দপতন ঘটল রিয়াল মাদ্রিদের। রোববার এস্পানিওলের কাছে ২-১ গোলে হেরে গেছেন স্প্যানিশ জায়ান্টরা।
এমন হারের পর সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। এর আগে চ্যাম্পিয়নস লিগে নবাগত শেরিফ তিরাসপুলের কাছে শোচনীয়ভাবে হেরে যায় তার দল।
সব প্রতিযোগিতা মিলে টানা তিন ম্যাচে হার দেখলেন জয় আনচেলত্তি। যে কারণে রিয়াল সমর্থকদের গালমন্দ সহ্য করতেই হচ্ছে আনচেলত্তিকে।
দলের টানা ব্যর্থতাকে স্বীকার করে নিলেও এস্পানিওলের বিপক্ষের ম্যাচকে চলতি মৌসুমে রিয়ালের সবচেয়ে বাজে পারফরম্যান্স বলে মন্তব্য করেছে কোচ আনচেলত্তি।
এমন হারের জন্য আনচেলত্তি বললেন, ‘পরিকল্পনা ভালো থাকলেও এই ম্যাচে মাঠে খেই হারিয়ে ফেলেছে দল।
আসলে আমরা বাজে খেলেছি। রক্ষণ ও আক্রমণ, উভয় জায়গায়ই পরিকল্পনা নিয়ে ম্যাচ শুরু করেছিলাম, খুব গোছানো ছিল সব। কিন্তু আমরা পরিকল্পনায় অটুট থাকতে পারিনি। বল পায়ে ও বল ছাড়া, কোনোটিতেই মাঠে আমাদের পজিশনিং ভালো ছিল না। বলতেই হবে, আমার মনে হয়, আমি এবার ক্লাবের দায়িত্বে ফেরার পর এটিই সবচেয়ে বাজে ম্যাচ।’
এই হার খেলোয়াড়দের ওপর প্রভাব পড়বে না বলে দাবি মাদ্রিদ কোচের। ঘুরে দাঁড়ানোর আশা করছেন কোচ।
বললেন, ‘কোনো ম্যাচ হারার ঠিক পরেই আবার খেলা দারুণ। দল তেতে থাকে। তবে এখন কাজটি কঠিন। কারণ আন্তর্জাতিক বিরতির সময়টায় নিজেদের খেলায় ফিরে তাকাতে হবে আমাদের। যদিও আমার মনে হয় না, আমাদের মানসিকতায় প্রভাব ফেলবে এটি। আমরা সামনে এগিয়ে যাব।’


