শাবি শিক্ষার্থী খুনের ঘটনায় সন্দেভাজন ৩ জনকে আটক

0
504

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী বুলবুল আহমেদকে খুনের ঘটনায় তিন বহিরাগতকে আটক করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটনের পুলিশ কর্মকর্তা বিএম আশরাফুল্লাহ তাহের যুগান্তরকে জানান, বুলবুল আহমেদকে খুনের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

একই সঙ্গে প্রকৃত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

সোমবার রাতে ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নিহত হন ওই শাবি শিক্ষার্থী। এ ঘটনায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে শাবির রেজিস্ট্রার ইসফাকুল হোসেন বাদী হয়ে সিলেট মেট্রোপলিটনের জালালাবাদ থানায় মামলা করেন।

সোমবার রাত ৮টার দিকে গাজীকালুর টিলায় ছুরিকাঘাতে ওই ছাত্র নিহত হয়েছেন। বুলবুল আহমেদ লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছুরিকাঘাতে আহত হয় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ।

তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান তিনি।

বুলবুলের বাড়ি নরসিংদী সদরের চিনিশপুর নন্দিপাড়ায়। তার বাবার নাম ওহাব আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here