সাপোজিটোরি ব্যবহারের নিয়ম

0
394

যখন কারও জ্বর বা ব্যথা দ্রুত কমাতে চাই বা কোষ্ঠকাঠিন্য দূর করতে চাই, তখন আমরা সাধারণত সাপোজিটোরি ব্যবহার করে থাকি। পায়খানার রাস্তার আশপাশে রক্তনালি বেশি থাকে। ফলে সাপোজিটোরি দ্রত রক্তে মিশে কাজ করতে পারে এবং জ্বর বা ব্যথা দ্রুত কমাতে পারে।

* জ্বর সাধারণত ১০২ ডিগ্রির ওপরে না গেলে সাপোজিটোরি দেবেন না।

* প্রথমেই সাপোজিটোরি না দিয়ে মুখে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিন। ১ ঘণ্টা পর যদি জ্বর না কমে বরং ১০২ ডিগ্রির বেশি হয়ে যায়, তখন সাপোজিটোরি ব্যবহার করুন।

* দিনে তিনটির বেশি সাপোজিটোরি ব্যবহার করা উচিত নয়।

জ্বর হলেই ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক না খেয়ে ডাক্তারের পরামর্শ নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here