জাবিতে ভর্তি পরীক্ষা ৩১ জুলাই শুরু, এবারো ‘বিতর্কিত পদ্ধতি’

0
200

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই শুরু হবে, চলবে ৪ আগস্ট পর্যন্ত।তবে এবারো পরীক্ষা হবে ‘বিতর্কিত শিফট পদ্ধতিতে’।

শুক্রবার দুপুরে জাবির কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিগত কয়েক বছর ধরে জাবিতে একই ইউনিটে একাধিক শিফটে ভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে মেধার সঠিক মূল্যায়ন ও মেধাবী বছাইয়ের সঠিক প্রক্রিয়া অনুসরণ হচ্ছে না বলে অভিযোগ বিশ্লেষকদের। এ ছাড়া এই পদ্ধতিতে বরাবরই আপত্তি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।শিফট পদ্ধতিতে গত কয়েক বছরের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে ব্যাপক বৈষম্যের চিত্র দেখা গেছে। কোনো এক শিফটের ভর্তি পরীক্ষার্থীরা মেধা তালিকায় বেশি স্থান পায়। পিছিয়ে থাকেন অন্য শিফটের পরীক্ষার্থীরা।

জাবির অর্থনীতি বিভাগের সদ্য সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ গণমাধ্যমকে বলেছিলেন, বিদ্যমান শিফট পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন সম্ভব নয়। আমরা অনেকবার বলেছি, শিফট পদ্ধতি বাদ দিয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা নিতে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমএ মতিন বলেছিলেন, ‘চলমান শিফট পদ্ধতিতে একজন শিক্ষককে মোট শিফটের কয়েকগুণ প্রশ্নপত্র তৈরি করতে হয়, যা একজন মানুষের পক্ষে একই মানসম্পন্ন ভিন্ন প্রশ্নপত্র তৈরি করা সম্ভব নয়। ফলে বৈষম্য তৈরি হয়েছে।’

তবে এ বৈষম্য ও বিতর্ক এড়াতে বিকল্প রাস্তায় যেতে দৃশ্যমান পদক্ষেপ নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here