প্রেমে পড়েছেন রাশমিকা!

0
170

একসঙ্গে কাজ করার পর থেকে দিনরাত টাইগার শ্রাফের মন পড়ে আছে রাশমিকা মন্দনারের। শেষে অনুভূতি প্রকাশ না করে আর পারলেন না। গুঞ্জন রটেছে টাইগারের প্রেমে পড়লেন ‘পুষ্পা’-অভিনেত্রী!

সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে একসঙ্গে কাজ করেছেন রাশমিকা ও টাইগার শ্রাফ। তার পর থেকেই মন উচাটন অভিনেত্রীর। টাইগারের ছবি পোস্ট করে তিনি আগুনের চিহ্নে ভরিয়ে দিয়েছেন।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, রাশমিকা মন্দানা তার ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন গুঞ্জনটা সত্যি ছিল আর টাইগারের সঙ্গে অভিজ্ঞতাও ছিল দারুণ। অভিজ্ঞতা অতিমাত্রায় উত্তেজক…।’

আগুনের শিখা একে দক্ষিণী অভিনেত্রী বলতে চেয়েছেন, টাইগারের সঙ্গে থাকলে প্রতিটি মুহূর্তে যেন উষ্ণতার পারদ চড়ে!

যদিও এত প্রশংসা পেয়ে টাইগার এখনও নীরব। রাশিকার প্রতি তারও মন মজেছে কিনা, সেই খবর অবশ্য জানা যায়নি।

তবে পরোয়া নেই অভিনেত্রীর। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সাফল্যের পর আকাশ ছুঁয়েছে খ্যাতি ও প্রতিপত্তি। এবার তার লক্ষ্য বলিউড। সিদ্ধার্থ মালহোত্রার ছবি ‘মিশন মজনু’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করবেন তিনি। এ ছাড়াও ঝুলিতে রয়েছে ‘গুডবাই’, ‘সীতা রামম’, ‘পশু’ এবং ‘পুষ্পা ২: দ্য রুল’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here