হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে এক রকম উড়ে গেছে ইংল্যান্ড দল।
সাউদাম্পটনের রোজ বলে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৫০ রানে হারিয়েছে ভারত দল।
প্রথমে ব্যাট হাতে নেমে ৮ রানে ওপেনার ইশান কিষানকে হারালেও বাকিরা সবাই দারুণ ব্যাটিং করেছেন।
দীপক হুদা, সুর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে ভারত।
হুদা ১৭ বলে ৩৩ আর যাদব ১৯ বলে ৩৯ রান করেন। ৩৩ বলে ৫১ রান করে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরিটি করেন হার্দিক পাণ্ডিয়া।
বল হাতেও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন হার্দিক। একাই নিয়েছেন ৪ উইকেট। প্রথম চার ব্যাটারের তিনজনকেই ফেরান হার্দিক।
ভুবনেশ্বর কুমার ও হার্দিক পান্ডিয়া। দুজনের শুরুর স্পেলে মাত্র ৩৩ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। জস বাটলার গোল্ডেন ডাকে আউট হন। জেসন রয় ৪, ডেভিড মালান ২১ ও লিয়াম লিভিংস্টোন ফেরেন ০ রানে।
এরপর হ্যারি ব্রুক ও মইন আলির ৬১ রানের জুটিতে বিপর্যয় সামলিয়ে ওঠে ইংল্যান্ড। তবে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
মইন ২০ বলে ৩৬ ও ব্রুক খেলেন ২৩ বলে ২৮ রানের ইনিংস।
ক্রিস জর্ডান ১৭ বলে ২৬ রান করলে ১৪৮ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।
হার্দিকের ব্যাট হাতে ফিফটি আর ৩৩ রানে ৪ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সে ৫০ রানে জয় পেল ভারত।
টি-টোয়েন্টিতে এটি হার্দিকের ক্যারিয়ারসেরা নৈপুণ্য।


