‘ভয়’- এর মুখোমুখি অঙ্কুশ-নুসরাত!

0
231

২০১৯ সাল থেকে শ্যুটিং শুরু হয়েছিল ‘ভয়’ছবির। তারপর মহামারি করোনার কারণে শ্যুটিং বন্ধ হয়ে যায়। এই ছবিতে বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা।

মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে এই ছবির শ্যুটিং। রাজা চন্দের আগামী ছবি ‘ভয়’-এর শ্যুটিংয়ে সারাদিন ব্যস্ততার মধ্যেই কেটেছে নুসরাত আর অঙ্কুশ। ইকো এন্টারটেনমেন্টের ব্যানারে আসছে এই ছবি।

খোঁজ নিয়ে জানা যায়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফের শ্যুটিং চালু করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

বারুইপুরের শাসন রেল স্টেশনের কাছে বিখ্য়াত কেষ্ট মণ্ডলের বাড়িতে শ্যুটিং হওয়ার করা রয়েছে। সিনেমায় অঙ্কুশ সাঁতারের প্রশিক্ষক। তার ছোট বোন অটিস্টিক। মা ক্যানসারে আক্রান্ত। বোন যে স্কুলে পড়ে, সেই স্কুলের শিক্ষিকা নুসরাত ফারিয়া। অঙ্কুশ-নুসরাত ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন বরুণ চক্রবর্তী, অভিষেক সিংহ, অসীম রায় চৌধুরী, অমিতাভ গঙ্গোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, অরুণাভ দত্ত প্রমুখ।

‘ভয়’-এর পাশাপাশি বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘বিবাহ অভিযান ২’ ছবিতেও ফের একবার জুটি বাঁধবেন অঙ্কুশ-নুসরত।

সূত্র: হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here