সেভেরোদোনেৎস্ক দখলের পর কিয়েভে বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়া

0
255

ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহরটি পুরোপুরি দখলে নেওয়ার পর এবার রাজধানী কিয়েভে প্রচণ্ড বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়া।

কিয়েভে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৬টার দিকে পর পর চারটি ভয়াবহ বিস্ফোণের শব্দ পাওয়া গেছে। খবর এএফপি ও আরব নিউজের।

বিস্ফোরণের পরই কয়েকটি ভবন থেকে আগুন আর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

বোমা হামলার আধাঘণ্টা পর কিয়েভে সাইরেন বাজানো হয়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর মধ্য দিয়ে তিন সপ্তাহ বিরতির পর রুশ বাহিনী আবার নতুন করে কিয়েভে হামলা শুরু করেছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো এক টেলিগ্রাম বার্তায় বলেন, শেভচেনকিভস্কি শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পেয়েছি।

খবর পেয়ে দুটি ভবনে অ্যাম্বুলেন্সসহ উদ্ধারকর্মীরা পৌঁছেছেন। সেখান থেকে বাসিন্দাদের উদ্ধার করার চেষ্টা করছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here