বাড়ির উঠানে বন্যার পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

0
175

নেত্রকোনার কলমাকান্দা ও কেন্দুয়ায় বাড়ির উঠানে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। কলমাকান্দায় বৃহস্পতিবার বিকালে ও কেন্দুয়ায় রাত ১০টার দিকে বাড়ির লোকজনের অগোচরে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাজায়, জেলার কলমাকান্দা উপজেলায় বাড়ির উঠানে বন্যার পানিতে ডুবে মোহাম্মদ আলী নামে ১৪ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের গুতুরা গ্রামে পানিতে ডুবে এ ঘটনা ঘটে।

শিশু মোহাম্মদ আলী একই গ্রামের অটোরিকশাচালক (সিএনজি) আশিক মিয়া ও সমলা আক্তার দম্পত্তির ছোট সন্তান।

জানা যায়, বাবা আশিক মিয়া সিএনজি চালাতে সকালে বের হয়ে যান। মা সমলা আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সন্ধ্যার দিকে শিশু মোহাম্মদ আলী ঘরের বারান্দায় খেলছিল। বারান্দায় শিশুটিকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির উঠানে বন্যার পানিতে শিশুটির চাচি মুক্তা আক্তারের পায়ে লাগে। পরে মোহাম্মদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. লুৎফর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানা পরিদর্শক (তদন্ত) খোকন কুমার দাস বন্যার পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামের আব্দুল আহাদ আলীর ছেলে নাবিল মিয়া (২) সবার অলক্ষ্যে বৃহস্পতিবার রাতে বাড়ির উঠানে পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ উঠানে ভাসতে দেখে তার লাশ উদ্ধার করে।

কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here