চলে গেলেন ঢাকার ক্রিকেটের ‘গব্বর সিং’

0
171

ঘরোয়া ক্রিকেটের তখন রমরমা অবস্থা। গুণী ক্রিকেটারের মিছিল লেগেই ছিল। সত্তুরের দশকের সেই স্বর্ণপ্রসবা সময়ে গতির ঝড় তুলতেন মাহমুদুল হাসান।

যিনি সাজু নামে সমধিক পরিচিত ছিলেন ঢাকার ক্রিকেটে। ইয়াং পেগাসাস থেকে মোহামেডানে এসে নিজের জাত চিনিয়েছিলেন এই দীর্ঘদেহী পেসার। ক্যানসারে আক্রান্ত হয়ে শনিবার ৭৫ বছর বয়সে লালমাটিয়ায় নিজের বাসায় মারা গেলেন তিনি।

৬ ফুটের বেশি উচ্চতর এই স্ট্রাইক বোলার লম্বা গোঁফের জন্য ‘গব্বর সিং’ নামে আদৃত ছিলেন বন্ধু ও ভক্তদের কাছে। জাতীয় দলের হয়ে কোনোদিন খেলা হয়নি তার। অথচ, তার দ্রুতগতির বল সামলাতে হিমশিম খেতে হতো ব্যাটারদের। মোহামেডান অনেক সময় অল্প রান করেও ভরসা করত তার আগুনে পেস বোলিংয়ের ওপর। নিরাশ করতেন না তিনি। সেই সেঙ্গ লেজের দিকে ব্যাট হাতে মাঠে বড় বড় ছয় মারতেও সিদ্ধহস্ত ছিলেন সাজু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here