নরসিংদীতে জন্মগ্রহণকারী কিংবা কর্মসূত্রে অবস্থানরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান নরসিংদী’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির তিনজন উপদেষ্টা- নরসিংদী বিজ্ঞান কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল মোমেন, ঢাকার মিরপুরের বিসিআইসি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মারুফ মিয়া এবং নরসিংদী জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, সাস্ট এর সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান শুক্রবার ২৯ সদস্যের এই কমিটি ঘোষণা করেন।
কমিটিতে পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ শফিকুল ইসলাম তুহিনকে সভাপতি, পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সায়েদ আব্দুল্লাহ যীশুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী খন্দকার মাহমুদুল হাসানকে কোষাধ্যক্ষ এবং নরসিংদী বিয়াম জিলা স্কুলের সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. নাছির উদ্দীন, মাইডাস ফাইনান্সিংয়ের ব্যবস্থাপক মো. মতিউর রহমান, ইস্টার্ন ব্যাংকের এভিপি শরীফুজ্জামান, সহ সাধারণ সম্পাদক সোনালী ব্যাংকের ম্যানেজার স্বাধীন আমিনুল ইসলাম, ন্যাশনাল কলেজ অব এডুকেশনের সভাপতি শামীম সরকার, কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার সোহেল আহম্মেদ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ কোয়ালিটি কন্ট্রোলার রেজাউল করিম খান, সহ সাংগঠনিক সম্পাদক স্কলাস্টিকা মডেল কলেজের প্রভাষক উজ্জ্বল চন্দ্র শীল, প্রচার সম্পাদক দৈনিক যুগান্তরের সহ সম্পাদক গাজী সাদেক, সাহিত্য সম্পাদক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির কুমার দাস, সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার আলম সোহাগ, সহ সাংস্কৃতিক সম্পাদক নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম, সমাজসেবা সম্পাদক উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সহ সমাজসেবা সম্পাদক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর মো. মুমিন উল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমসের সহকারী শিক্ষক ইসরাত জাহান তমা, আন্তর্জাতিক সম্পাদক ড. মোহাম্মদ মোর্শেদ ভূঁইয়া, সহ আন্তর্জাতিক সম্পাদক কানন আকবর হোসেন এবং নির্বাহী সদস্য ন্যাশনাল কলেজ অব এডুকেশনের প্রভাষক ফাতেমা-তুজ-জোহরা মনামি, পরশুরাম সরকারি কলেজের প্রভাষক সৈয়দ ছাদেকুর রহমান শাহীন, ছাত্রনেতা আরিফ হোসেন, রেবেকা ইসলাম রুবা, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম সৌরভ, ইতি আক্তার, সাস্টের নরসিংদী জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি তানসেন দেবনাথ ও সাধারণ সম্পাদক আফসারা হোসেন হিমা।


