জনপ্রিয় টিভি অভিনেত্রী তারিন জাহান আবারও দর্শকদের কাছে ধরা দিচ্ছেন। দীর্ঘ বিরতির পর একক নাটক তাহাদের গল্পে অভিনয় করেছেন তিনি। নাটকটি দর্শক সাড়া পাবে বলে আশা করা হচ্ছে।
নাটকের গল্প অনেকটা এমন—২০ বছরের সংসার রূপকথা আর সাগরের। তাদের ১৮ বছরের একটা মেয়ে আছে, যার নাম রোদেলা।
সুখেই যাচ্ছিল তাদের দিনকাল। তবে রূপকথার মনে একটা চাপা কষ্ট আছে, যে কষ্টটা সে কাউকে বুঝতে দেয়নি।
রুপকথা একসময় ভালো নাচত, রূপকথার নাচ দেখেই সাগর ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে বিয়ের পরে রূপকথার প্রতি সাগরের প্রথম দাবি ছিলে নাচটা ছেড়ে দিতে হবে। রূপকথা সাগরের কথা মেনে নিয়েছিল।
কিন্তু খুব বৃষ্টির দিনে রূপকথার ছোটবেলাটা মনে করিয়ে দেয়। তখন সে ঘরের দরজা বন্ধ করে সাজগোজ করে নিজের মতো করে নাচে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।
জহির করিমের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তারিন জাহান, নাবিলা ইসলাম, গোলাম কিবরিয়া তানভীর ও টাপুর।
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে আজ রাত সাড়ে ৯টায় প্রচার হবে নাটকটি।


