পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে দেশীয় ই-কমার্স প্লাটফর্ম মোনার্ক মার্ট-এর সঙ্গে যুক্ত হল আলমগীর র্যাঞ্চ। গেল সোমবার বিকেলে রাজধানী ঢাকার গুলশানে বাংলাদেশের অন্যতম প্রধান কৃষি খামার আলমগীর র্যাঞ্চ লিমিটেড এবং বাংলাদেশের অন্যতম প্রধান ই- কমার্স প্লাটফর্ম মোনার্ক মার্ট ডট কম-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমগীর র্যাঞ্চ লিমিটেড-এর সম্মানিত পরিচালক ও লাবিব গ্রæপের সম্মানিত ভাইস-চেয়ারম্যান মিসেস সুলতানা জাহান, সিআইপি এবং মোনার্ক মার্ট ডট কম-এর সম্মানিত চিফ অপারেটিং অফিসার জনাব জাহিদ কামাল।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমগীর র্যাঞ্চের জেনারেল ম্যানেজার মিসেস সাদিয়া তাসনিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং মোনার্ক মার্ট-এর হেড অব কমার্শিয়াল জনাব আহমেদ মোস্তফাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলমগীর র্যাঞ্চ লিমিটেড বাংলাদেশের অন্যতম প্রধান গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ লাবিব গ্রæপের একটি সহযোগী প্রতিষ্ঠান। ইতিমধ্যেই গবাদিপশুর বিশ^স্ত খামার আলমগীর র্যাঞ্চ সর্বাধুনিক প্রযুক্তির সাথে সঠিক যতœ ও পরিচর্যার মাধ্যমে তাদের ক্রেতাদের নিকট সুস্থ, সুন্দর ও সবল গরু সরবরাহের জন্য দেশ জুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। আলমগীর র্যাঞ্চ তাদের গরুগুলোকে ভেজালমুক্ত, পুষ্টিকর ও নিরাপদ খাবার খাওয়ানোর
মাধ্যমে প্রাকৃতিকভাবে লালন-পালন করে থাকে। এছাড়াও তারা গরুকে সুস্থ কিংবা সবল দেখানোর জন্য সব ধরণের কৃত্রিম খাবার, অনিরাপদ ঔষধ, স্টেরয়েড কিংবা হরমোন ব্যবহার থেকে বিরত থাকে। গরুর সার্বক্ষণিক যতেœর জন্য তারা দক্ষ খামারী ও অভিজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে অত্যন্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন পরিবেশে পালিত সুস্থ, সুন্দর ও সবল গরু সরবরাহ করে যা ক্রেতা ও ভোক্তার জন্য হালাল ও স্বাস্থ্যকর মাংস নিশ্চিত করে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোনার্ক মার্ট ডট কম-এ প্রকাশিত ছবি ও ভিডিও-এর মাধ্যমে গ্রাহক তার গরু ক্রয়ের পূর্বে গরুর জাত, ওজন, বয়স ও রং সম্পর্কে পর্যাপ্ত ধারণা পাবেন। এছাড়াও আলমগীর র্যাঞ্চ কর্তৃপক্ষ ক্রেতাদের সুবিধার্থে তাদের বিক্রিত গরু নিজস্ব খরচে গ্রাহকের নিকট পৌঁছে দেবেন।


