মানিকগঞ্জ সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাটিপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনেই ট্রাক্টর চালকের সহযোগী ছিলেন। তারা হলেন— টাঙ্গাইল জেলার রমিজ (৩২) ও সাইফুল (৩৫)।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা খানে আলম জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাটিপাড়া এলাকার গঙ্গেরচক এলাকায় খুঁটিবোঝাই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে খুঁটির চাপায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দুর্ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


