সিয়াম-পূজার ‘শান’ এবার প্যারিসে

0
208

সিয়াম-পূজার দর্শকদের জন্য সুখবর। ঈদের আগে বাংলাদেশ ও মালয়েশিয়ায় একযোগে মুক্তি পাওয়ার এই জুটির ছবি ‘শান’ এবার মুক্তি পাচ্ছে ফ্রান্সের প্যারিসে।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ আগামীকাল শুক্রবার থেকে প্যারিসের গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে প্রদর্শন করা হবে।

ফ্রান্সে সিনেমাটি পরিবেশন করছে দেসি এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার রাব্বানী খান বলেন, ‘আমরা আপাতত প্যারিস শহরতলীর দুটি থিয়েটারে মুক্তি দিচ্ছি সিনেমাটি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দুটি হলে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে। দর্শকদের সাড়া পেলে পরবর্তীতে শো আরও বাড়ানো হবে।’

‘শান’ সিনেমা পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here