অডিও-সিনেমার গানে কবি সাহাব

0
253

অডিও ও সিনেমায় নিয়মিত লিখছেন কবি সাহাব উদ্দিন রাব্বানি। এরইমধ্যে তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা রাশেদ, ফারাবী, অংকন, নওরীন, শিল্পী বিশ্বাসসহ অনেকে। তারই ধারাবাহিকতায় শিগগিরই প্রকাশ হবে রাব্বানীর কথায় ‘কালা’ শিরোনামের নতুন একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন মাহমুদা ইয়াসমিন নীপা। এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ।

এদিকে একই সংগীত পরিচালকের সঙ্গে সম্প্রতি ‘জ্বলছি আমি’ শিরোনামের একটি সিনেমার জন্যও গান লিখেছেন এই কবি-গীতিকার। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী দ্বীপ ভৌমিক ও কুমকুম লায়লা। সিনেমাটি পরিচালনা করছেন রাজু চৌধুরী।

নতুন গান ও সিনেমার গানটি নিয়ে কবি সাহাব উদ্দিন রাব্বানি বলেন, ‘কালা’ গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। গানটির কথার সঙ্গে দারুণ সুর করা হয়েছে। এভাবে দর্শক-শ্রোতাদের জন্য ভালো কিছু কাজের সঙ্গে থাকতে চাই।

প্রসঙ্গত, ‘গুলি করে মেরে ফেলো আমায়’ কবিতাটির মধ্যে দিয়ে পাঠক মহলে বেশ সাড়া ফেলেন রাব্বানি। এছাড়া তার লেখা ‘স্বপ্ন’, নির্যতিত’, ‘বিরহ’, ‘মা’ ও ‘পৃথিবীর কোলাহল’ কবিতাটিও বেশ প্রশংসিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here