বনবিভাগের জমি নিয়ে বিরোধে যুবক খুন

0
129

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বনবিভাগের জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আমির হোসেন (৪০) নামে এক যুবক খুন হয়েছেন।

ডুলাহাজারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ডুমখালী এলাকায় সোমবার রাত ১০টার সময় ঘটেছে এ ঘটনা।নিহত আমির হোসেন পূর্ব ডুমখালী গ্রামের মৃত কবির আহমেদের ছেলে।

স্থানীয়রা জানায়, বনবিভাগের জমি দখল বেদখল নিয়ে সোমবার রাত দশটার দিকে ডুমখালী গ্রামে সন্ত্রাসী হামলায় পূর্ব ডুমখালী গ্রামের মৃত কবির আহমেদের পুত্র আমির হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর আমির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার ওসি (তদন্ত) জুয়েল ইসলাম বলেন, প্রতিপক্ষের হামলায় আমির হোসেন নিহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে চকরিয়া থানায় আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here