ঢাবিতে শেষ হলো গণিতবিষয়ক কর্মশালা

0
235

ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে ১২ দিনব্যাপী ‘Mathematical Epidemiology/Biology’ শীর্ষক Scientific Research School (কর্মশালা) শুক্রবার শেষ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুলহাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং ফ্রান্স, সুইজারল্যান্ড, স্পেন ও নরওয়ের সমন্বয়ে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক গণিত প্রতিষ্ঠান CIMPA যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে ঢাকাস্থ স্পেন দুতাবাসের ডেপুটি হেড অব মিশন ইমিলিয়া ক্লেমিন রেডন্ডো সম্মানীয় অতিথি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি অধ্যাপক ড. পারভীন হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ ও স্পেনের ইউনিভার্সিটি কমপুলটেন্সি ডি মাদ্রিদের অধ্যাপক আলিকজা বারবারা কুবিক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন CIMPA-এর স্থানীয় সমন্বয়কারী অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বর্তমান বিশ্ব করোনা মহামারি এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সমস্যা মোকাবেলা করছে। সময়োপযোগী পদক্ষেপ হিসেবে এই কর্মশালা আয়োজন করায় তিনি গণিত বিভাগ এবং CIMPA-কে ধন্যবাদ জানান। তিনি অ্যালামনাইদেরকে মুজিবুর রহমান ফাউন্ডেশনের মতো গণিত শিক্ষা ও প্রসারে এগিয়ে আসার আহবান জানান।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, গণিত আমাদের জীবনের সর্বক্ষেত্রে জড়িয়ে আছে। তিনি জ্ঞানভিত্তিক অর্থনীতি বিনির্মাণ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার জন্য শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। কর্মশালয় দেশি-বিদেশি ৫০ জন গবেষক অংশগ্রহণ করেন। আমেরিকা, কানাডা, ফ্রান্স, স্পেন ও ইতালির ৭ জন আন্তর্জাতিক গণিত বিশেষজ্ঞের তত্ত্বাবধানে উক্ত স্কুল পরিচালিত হয়।

এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ও আন্তর্জাতিক গণিত সমিতি (IMU) অনুষ্ঠানের আর্থিক সহযোগিতা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here