লালনের ১০ গান নিয়ে সায়েরা রেজা

0
153

লালনের ১০ গান নিয়ে ফোকগানের জনপ্রিয় শিল্পী সায়েরা রেজার ‘সাঁইজি মিক্স’ মুক্তি পেয়েছে গত ঈদে। হালের বিভিন্ন ধরনের ম্যাশাপের বেশ কদর বেড়েছে। সাঁইজি মিক্সও মূলত ম্যাশাপ ঢঙেই সাজানো হয়েছে।

সায়েরা রেজা বলেন, লালন গান নিয়ে ম্যাশাপ এই প্রথম। এটা শ্রোতামহলে অন্যরকম এক দ্যোতনা তৈরি করবে বলে আমার বিশ্বাস।

অপু মাহফুজের সার্বিক পরিকল্পনায় ও তৌফিকুল ইসলাম শাওনের মিউজিকে করা এ গানটির অডিও-ভিজুয়াল শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল সায়েরা রেজা মিউজিক লাউঞ্জে অবমুক্ত হয়েছে ঈদের আগের দিন রাতে। গানটি রেকর্ড করা হয়েছে ঐক্য ভিজুয়াল অ্যান্ড রেকর্ডস স্টুডিওতে এবং এর নান্দনিক ভিডিওটি তৈরি হয়েছে প্রটিউনের ব্যবস্থাপনায়।

ছায়াছবি, নাটক ও সলো মিলিয়ে সায়েরা রেজার বেশকিছু গান মুক্তির অপেক্ষায় রয়েছে। তাছাড়া সারা বছরই তিনি নতুন গান প্রকাশের কাজ নিয়ে ব্যস্ত থাকেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here