ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাজ্যের সঙ্গে মস্কোর সম্পর্ক তলানিতে ঠেকেছে। এবার রাশিয়ার বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞার ব্যাপারে যুক্তরাজ্যের প্রতি কড়া হুশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। এই ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্ককে চূড়ান্তভাবে ধ্বংস করবে বলে জানিয়েছে রাশিয়া। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞার পর মস্কোতে ব্রিটিশ রাষ্ট্রদূত ডেবোরা ব্রনার্টকে শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।


