১৫ জুলাই বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদের সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। মালদ্বীপের মন্ত্রী নির্বাচনে তাকে সমর্থন প্রদানের সিদ্ধান্তের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।
এছাড়া মন্ত্রী করোনাকালীন মালদ্বীপকে বিভিন্ন সহযোগিতা প্রদানের জন্যও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সাম্প্রতিক সময়ে মালদ্বীপে করোনা ভ্যাকসিন প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মেডিকেল টিমের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
আলোচনাকালে মন্ত্রী এবং হাইকমিশনার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারকরণ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।


