জার্মান লিগে ফের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

0
139

ইউরোপে শীর্ষ কীর্তি গড়েছে বায়ার্ন মিউনিখ। টানা দশটি লিগ শিরোপা নিশ্চিত করেছে ক্লাবটি।

শনিবার রাতে জার্মান ক্লাসিকোতে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে লিগের টানা দশম শিরোপা নিশ্চিত করেছে বাভারিয়ান জায়ান্টরা। ঘরোয়া ফুটবল লিগে এটি বায়ার্নের ৩২তম শিরোপা। পাঁচবার করে চ্যাম্পিয়ন হয়েছে বরুশিয়া ডর্টমুন্ড ও বরুশিয়া মুনশেনগ্লাডব্যাখ।

ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় খেলার ৩৪ মিনিটের মধ্যে দুই গোল করে ফেলে বায়ার্ন মিউনিখ। সার্জি জিন্যাব্রি লিড এনে দেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানডফস্কি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে এমরি ক্যানের পেনাল্টি গোলে ব্যবধান কমায় বরুশিয়া ডর্টমুন্ড। তবে সমতায় ফেরার ইঙ্গিত দিয়েও পারেননি অতিথিরা।

উল্টো ৮৩ মিনিটে গোল করে স্বাগতিকদের জয়োৎসবে বাড়তি রঙ দেন জামাল মুসিয়ালা।

তাতেই লিগের তিন রাউন্ড বাকি থাকতেই শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখার সফল অভিযান শেষ করল বায়ার্ন। ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট তাদের। বাভারিয়ানদের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে যথারীতি টেবিলের দ্বিতীয় স্থানে থাকল ডর্টমুন্ড। তিন নম্বরে থাকা বায়ার লেভারকুজেনের সংগ্রহ ৫৫ পয়েন্ট। এক পয়েন্ট পিছিয়ে চারে আছে লাইপজিগ।

বায়ার্ন মিউনিখের শিরোপা জয়ের উল্লাস অবশ্য বাঁধভাঙা হয়নি। সাদামাটা উদ্‌যাপন করেন লেভা-মুলাররা। জয়ের পর অ্যালিয়েঞ্জ অ্যারিনা প্রদক্ষিণ করেন স্বাগতিক ফুটবলাররা। উষ্ণ করতালিতে তাদের অভিনন্দন জানান ক্লাবের সমর্থকরা। এ মৌসুমে একটি মাত্র সাফল্য নিয়েই মৌসুম শেষ করতে যাচ্ছে বায়ার্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here