দুর্বৃত্তের হামলায় বন কর্মকর্তা আহত

0
136

দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন তালুকদার।

শনিবার রাত ৯টার দিকে বিট কর্মকর্তার অফিসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন তালুকদার জানান, চুনতিবাজার থেকে মোটরসাইকেলে বিট অফিসে যাওয়ার সময় পেছন থেকে কে বা কারা লাঠি দিয়ে আঘাত করে। এতে তার ডান হাতে গুরুতর আঘাত পান। তার চিৎকারে বনকর্মীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে বলে তিনি জানান।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিট কর্মকর্তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, এক বিট কর্মকর্তা আহতাবস্থায় থানায় আসেন। তাকে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here