চলচ্চিত্র নির্মাতা সাজেদুল আউয়ালকে স্মরণ

0
129

বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র গবেষক, লেখক, চলচ্চিত্র শিক্ষক ও চলচ্চিত্র নির্মাতা সাজেদুল আউয়ালের প্রথম মৃত্যুবার্ষিকী ১৫ এপ্রিল।

২০২১ সালের ১৫ এপ্রিল করোনা পরবর্তী জটিলতায় তিনি মারা যান। বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে তার চার দশকের যুক্ততা ছিল।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এই গুনী ব্যক্তিত্বের স্মরণে স্মরণসভার আয়োজন করেছে। ১৫ এপ্রিল বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এই আয়োজনটি। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমির সভাপতিত্বে এই আয়োজনে আলোচনায় থাকবেন বরেণ্য চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেন, চলচ্চিত্র সংসদ সংগঠক হাশেম সূফী, সিরাজ খান, নাট্য নির্দেশক ও অভিনয়শিল্পী আমিনুর রহমান মুকুল এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন।

এছাড়া আলোচনায় আরও অংশগ্রহণ করবেন বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্র গবেষক-লেখক, সমালোচক, চলচ্চিত্র শিক্ষক ও চলচ্চিত্রকর্মীরা। আয়োজনটি সবার জন্য উম্মুক্ত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here