শিশুটিকে উদ্ধার করতে গিয়ে গভীর কুয়ায় পড়লেন ৩০ জন

0
233

আট বছরের এক মেয়েশিশু কুয়ায় পড়ে গেছে। তাকে উদ্ধার করতে গিয়ে ৪০ ফুট গভীর কুয়ায় পড়ে গেছেন ৩০ জন। এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে ভারতের মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জবাসোদা গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ খবর নিশ্চিত করেছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। রাজ্যের শিক্ষামন্ত্রী বিশ্বাস কৈলাস সরঙ্গকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

জানা গেছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। এখনও পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

তবে এখনও মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here