বাউবির এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭০ দশমিক ৭১

0
217

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশের হার শতকরা ৭০ দশমিক ৭১। সোমবার এ ফল প্রকাশিত হয়।

বাউবির এইচএসসি-২০২১ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৮৮৪ জন। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ১ লাখ ৬ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ৪২ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৯ হাজার ৯৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

শিক্ষার্থীদের মধ্যে ২৫২ জন এ+, ৬ হাজার ৬৮৯ জন এ, ১১ হাজার ৯৩৫ জন এ-, ৭ হাজার ৯৫২ জন বি, ২ হাজার ৯১০ জন সি এবং ২২২ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ২১৮ জন ছাত্র এবং ১২ হাজার ৭৪২ জন ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here