হিন্দি গানের মডেল হলেন শিপন-সুস্মিতা

0
245

লাল শাড়ি পরিয়া, ও পরান বন্ধুয়া, রক্ত আলতা পায়ে, যায়রে যায় কন্যা যায়সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের কণ্ঠশিল্পী সোহাগ। বাংলা গানের জনপ্রিয়তার পাশাপাশি শ্রোতাদের সামনে ভিন্নরূপে হাজির হচ্ছেন সোহাগ। এই প্রথমবার হিন্দি গানে কণ্ঠ দিলেন এই শিল্পী।

ইমরানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। সম্প্রতি ঢাকার বিভিন্ন মনোরম পরিবেশে গানটির মিউজিক ভিডিও সম্পূর্ণ হয়। গানটিতে মডেল হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র ও লাক্স-চ্যানেল আই সুপার স্টার (২০১৪) এর প্রতিযোগী সুস্মিতা সিনহা। গানটির ভিডিও নির্মাণ করেন সামছুল হুদা। গানটি খুব শিগগিরই ব্লু-ড্রিমের অফিসিয়াল ইউটিব চ্যানেলে প্রকাশ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here