হাসপাতালে পরীমনি

0
147

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৭ মার্চ) পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পোস্টে পরী হাসপাতালে চিকিৎসারত নিজের হাতের একটি ছবি প্রকাশ করেন। যাতে দেখা যায়- তার হাতে স্যালাইন লাগানো। জরুরি চিকিৎসায় তার শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে। ছবির ক্যাপশনে নায়িকা লেখেন- ‘একটি দুর্ঘটনা’। এছাড়া জানান, তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।

পরীমনি কীভাবে আহত হয়েছেন? সেটার বিস্তারিত এখনো জানা যায়নি।

গত ১১ মার্চ মুক্তি পেয়েছে পরীমনি ও শরিফুল রাজ অভিনীত সিনেমা ‘গুণিন’। এ সিনেমার কাজ করতে গিয়েই তারা একে-অপরের প্রেমে পড়েন এবং ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করে ঘর বাঁধেন। পরীমনি এখন অন্তঃসত্ত্বা। প্রথমবারের মতো সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here